আজ- ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ মঙ্গলবার  সকাল ১১:০৪

কালিহাতীতে দুর্গোৎসবে হিন্দু ধর্মীয় কল্যাণ ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র নারীর মাঝে বস্ত্র(শাড়ি) বিতরণ করা হয়েছে। শনিবার(১ অক্টোবর) দুপুরে বাংড়া ইউানয়নের পিচুটিয়া গ্রামে স্বর্গীয় মন মোহন ধর সেবা আশ্রমে ওই বস্ত্র বিতরণ করা হয়।


অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম-সচিব বিপ্লব সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ গৌতম কুমার পাল, শ্যামল চন্দ্র পাল, দাতা সদস্য পরেশ চন্দ্র ধর, নিতাই চন্দ্র জোয়াদ্দার, দীপক পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সদস্য সচিব গনেশ চন্দ্র সরকার।


বক্তারা বলেন, পূজায় স্বামী, ছেলে-মেয়ে ,নাতি-পুতিদের নতুন কাপড় কেনার পর ঘরে মায়েদের নতুন কাপড় কেনার সার্মথ্য থাকেনা।

মায়েরা পুরাতন কাপড় পরেই পূজা মন্ডপে যান, সেসব মায়েদের কথা চিন্তা করে হিন্দু ধর্মীয় কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে এবং তিন বছর ধরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণের আয়োজন করা হচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno