আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:০০

কালিহাতীতে বিএনপি নেতাদের উপর হামলাকারীদের শাস্তি দাবি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক প্রেসিডেণ্ট শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বিএনপি নেতাদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার(৩১ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডেটোরিয়ামে কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন মোল্লা অভিযোগ করেন, রোববার(৩০ মে) সকালে সাবেক প্রেসিডেণ্ট শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠান কালিহাতী শাজাহান সিরাজ কলেজের মাঠে আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির আহমেদ টিটু, টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জসিম খান, কালিহাতী উপজেলা যুব দলের যুগ্ম-আহ্বায়ক বকুল মিয়া কলেজের মূল ফটকের কাছে পৌঁছলে তাদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

এ সময় কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, ছাত্রলীগ নেতা শাহেদ ও নাগবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়নাল হকের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী লাঠি ও হকিস্টিক নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে।

হামলাকারীরা বেনজির আহমেদ টিটুর গাড়িটিও ভাংচুর করে। ছাত্রলীগ-যুবলীগের হামলায় এলেঙ্গা পৌর শ্রমিক দলের নেতা আইয়ুব আলী ও লিমনসহ ৫-৭জন আহত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা পুলিশকে জানালেও কোন ব্যবস্থা গ্রহন করেনি। তারা ওই ঘটনার তীব্র নিন্দা জানান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব মো. শামীম আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন অর রশিদ, সদস্য সচিব

মো. আরিফ হোসেন, কালিহাতী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. আ. বাতেন, সদস্য সচিব মো. আজগর আলী, কালিহাতী পৌর যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব মো. জনি রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির জানান, বিএনপি নেতা-কর্মীরা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মিছিল করার সময় তারা মিছিলকারীদের সরিয়ে দেন- এছাড়া ওই সময় অন্য কোনো ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno