আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ২:৪৩

কালিহাতীতে রেল লাইনে ট্রাক ওঠে ট্রেন চলাচল বিঘ্ন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে বৃহস্পতিবার(২৫ জুলাই) ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে ওঠে পড়ায় ঢাকা-উত্তরবঙ্গ রুটে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রেল লাইনের ক্ষতিগ্রস্ত স্লিপার মেরামতের পর সকাল ৯টা থেকে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ মাসুম আলী খান বলেন, ট্রাকটি রেললাইনে ওঠে পড়ায় ২০ফুট স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। রেকার দিয়ে প্রাথমিকভাবে মেরামত করা হয়েছে। এ সয়ম বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশনে দু’টি ট্রেন আটকা পড়ে। পরে লাইন ঠিক হলে ট্রেন দু’টি ছেড়ে যায।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে আসা সিমেন্টসীট বোঝাই ট্রাকটি কালিহাতীর সল্লা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর ওঠে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকে। ক্ষতিগ্রস্ত স্লিপার মেরামতের পর ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno