আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:২০

কালিহাতী উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল সম্পাদক আনোয়ার মোল্লা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু আবারও সভাপতি মনোনীত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার হোসেন মোল্লা।

এ নিয়ে সভাপতি পদে মোজহারুল ইসলাম ঠান্ডু পঞ্চমবারের মতো দায়িত্ব পেলেন। তিনি কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।


দীর্ঘ সাত বছর পর বুধবার(১৫ জুন) বহুল আলোচিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বিকালে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা নতুন সভাপতি-সাধারণ সম্পাদক এবং ১ নম্বর সহ-সভাপতি পদে এমএ মালেক ভূঁইয়াকে মনোনীত করেন। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি তাদের নাম ঘোষণা করেন।


এরআগে বুধবার সকালে কালিহাতী আরএস পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি। সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।


প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মো. আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা ষড়যন্ত্র করে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যা করেছিল। ওরা এখনো তৎপর রয়েছে। ওরা স্লোগান দেয় ’৭৫-এর হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার। তাই তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।


কৃষিমন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ শুধু বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল নয়। নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতু করেছি। দেশের কোন মানুষ এখন আর না খেয়ে থাকেনা।

বিএনপির আমলে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যেত। কিন্তু এখন দেশে বিদ্যুৎ এর সমস্যা নেই। বেগম খালেদা জিয়া ও সাইফুর রহমান ইনকাম ট্যাক্স দেন নাই। খালেদা জিয়ার পুত্ররা বিদেশে টাকা পাচার করেছে। তাদের মুখে বড় বড় কথা মানায় না।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno