আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১০:১১

গবাদি পশু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ গৃহকর্তার মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তেরবাড়িয়া গ্রামে আগুন থেকে গবাদি পশু বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দগ্ধ হওয়ার ঘটনায় গুরুতর আহত স্বামীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(৩ মার্চ) ভোরে অগ্নিদগ্ধ গৃহকর্তা শাহাদত হোসেন সাধু(৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গৃহকর্তা সাধুর মেয়ে সাজেদা বেগম এবং তার প্রতিবেশী শিহাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


গত মঙ্গলবার(১ মার্চ) দিবাগত রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামে শাহাদত হোসেন সাধুর গোয়ালঘরে আগুন লাগে।

গবাদি পশু বাঁচাতে গিয়ে শাহাদত হোসেন সাধু ও তার স্ত্রী জয়মনা(৪৫) আগুনে দগ্ধ হন। এতে শাহাদতের দেহের প্রায় ৭০ শতাংশ এবং স্ত্রীর শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে যায়।

স্বামী-স্ত্রী দুজনকেই বুধবার(২ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। গৃহবধূ জয়মনা এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গোয়ালঘরে থাকা তাদের একটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা যায়। দুটি গরু আগুনে গুরুতর দগ্ধ হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno