আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১:৩৬

গ্রামাঞ্চলে মাছ শিকারের ধুম!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের নদী-নালা, খাল-বিল বন্যার পানিতে সয়লাব। অধিকাংশ মানুষের দৈনন্দিন কাজ নেই। এ বেকার সময়ে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে তারা। ফলে সৌখিন ও মৌসুমী মাছ শিকারীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে জলাশয়।

বিভিন্ন ব্রিজ, কালভার্ট ও স্রোতের মুখেও মাছ শিকারীরা সিপজাল বা ধর্মজাল নিয়ে উৎপেতে রয়েছেন। অনেকে এ মাছ বিক্রি করে দৈনন্দিন চাহিদা মেটাচ্ছেন।

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা গ্রামে কয়েকজনকে ধর্মজাল বা সিপজাল দিয়ে মাছ শিকার করতে দেখা যায়। বর্ষার পানিতে মাছ শিকারে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে কোন কোন এলাকা।

একই সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছের দেখাও মিলছে। স্ব স্ব এলাকার তরুণ, যুবক, প্রবীণরাও মাছ শিকারে মেতেছেন।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, করোনায় মানুষের কর্মসংস্থান ও আয়ের উৎস কমে যাওয়ার কারণে অধিকাংশ মানুষ বর্ষার নতুন পানিতে মাছ শিকারে নেমেছেন। নদী এলাকার গ্রামগুলোতে জাল তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন কূলবধূরা।

এ বিষয়ে জেলা মৎস্যজীবী সমবায় সমিতির নেতারা জানান, বর্ষা মৌসুমে মৎস্যজীবীরা মাছ শিকার করে সংসার চালাতে পারলেও শুষ্ক মৌসুমে তাদের সহায়তা করা প্রয়োজন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno