আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:০৩

ঘাটাইলে অবৈধ ছয় ইটভাটায় ৩৬ লাখ টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ ছয় ইটভাটার মালিককে ৩৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঘাটাইলের দেউলাবাড়ি, ধলাপাড়া এবং রসুলপুর ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় দিনব্যাপী অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।

অভিযানে সততা ইটভাটার মালিককে ৭ লাখ, মামনি ইটভাটাকে ৬ লাখ, যমুনা ইটভাটাকে ৫ লাখ, স্বর্ণা ইটভাটাকে ৬ লাখ, সাগর ইটভাটাকে ৬ লাখ, এসবি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে ওই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ওই অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিপ্তরের বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno