আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  ভোর ৫:০৫

ঘাটাইলে কাটাখালীর সেই ‌’কফি হাউজ’ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইলে সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করায় রোববার(২৫ জুলাই) সন্ধ্যায় দেওপাড়া ইউনিয়নের কাটাখালীর সেই কফি হাউজ সহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ সময় ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন জানান, কঠোর লকডাউন অমান্য করে উপজেলার দেওপাড়া ইউনিয়নের কাটাখালী ব্রিজের কাছে প্রতিষ্ঠিত ‘স্বপ্নের জল কুটির কফি হাউজ অ্যান্ড রেস্টুরেণ্ট’ পরিচালনা করায় সেখানে বিপুল সংখ্যক লোকসমাগম ঘটে।

এ কারণে কফি হাউজের মালিক পক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করে কফি হাউজটি বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া কঠোর লকডাউন অমান্য করায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৮টি মামলা দায়ের এবং জরিমানা আদায় করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno