আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১০:২৫

চৌহালীতে টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়

 

মো. রোকনুজ্জামান:

সিরাজগঞ্জের চৌহালীতে ৩৫টি কেন্দ্রে করোনার গণটিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। শনিবার(২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শেষ দিনের এ কর্মসূচিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।


শনিবার সকালে চৌহালী সরকারি কলেজে এ কর্মসূচি উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোছা. আফসানা ইয়াসমিন।


এ সময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত, আবুল কালাম মোল্যা, রমজান আলী, আব্দুল মতিন মন্ডল, জাহাঙ্গীর আলম জাহিদ ও নজরুল ইসলাম প্রমুখ।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নের ৩৫টি কেন্দ্রে শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে গেলেই টিকা দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত এ উপজেলায় এক লাখ ৬ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno