আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  ভোর ৫:৩২

জঙ্গিবাদ ইস্যুতে সাংবাদিকদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই…… প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-38
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, দেশের জঙ্গিবাদ ইস্যুতে সাংবাদিকদের নিরপেক্ষ থাকার কোন সুযোগ নেই। বিগত যেকোন সময়ের চেয়ে সাংবাদিকরা বেশি স্বাধীনতা ভোগ করছে দাবি করে তিনি বলেন, টাঙ্গাইলে সাংবাদিকদের বিশালাকার প্রেসক্লাব ভবন হয়েছে, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন। সাংবাদিকরা আবাসন সুবিধা চাইবেন এটা অত্যন্ত যৌক্তিক একটি দাবি। তিনি শুক্রবার(২৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।dristy-pic-39
প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল, দৈনিক যুগান্তর পত্রিকার উপ-সম্পাদক রফিকুল ইসলাম রতন, ঢাকাস্থ টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অঅব্দুল গাফ্ফার মাহমুদ, সাধারণ সম্পাদক জীবন ইসলাম।
অনুষ্ঠানে সংবর্ধিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুকও বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno