আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:৫৪

টাঙ্গাইলের চারটি হোটেলকে ২১ হাজার টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের হোটেলে নোংরা পরিবেশে নিম্নমানের খাবার তৈরি করার অপরাধে চারটি হোটেলের মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রানুয়ারা খাতুন ওই অভিযান চালান।


অভিযানে ছেফাত রেস্টুরেণ্টকে ৮ হাজার টাকা, উজ্জালা রেস্টুরেণ্টকে ৬ হাজার, সনি স্টারকে ৫ হাজার এবং বাঙ্গালিয়া রেস্টুরেণ্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, হোটেলে নিম্নমানের খাবার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ ছিল। তারই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়।


হোটেলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno