আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৩:৪৭

টাঙ্গাইলে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক কর্মশালার উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে পাঁচ দিনব্যাপী উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রোববার(২৩ জানুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও) এবং শিল্প মন্ত্রাণালয়ের জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি(নাসিব) ওই কর্মশালার আয়োজন করে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মীর্জা নূরুল গণী শোভন।

নাসিব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম খান, নাসিব টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ডা. সাহিদা আক্তার।


ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের গবেষণা অফিসার আকিবুল হক সহ ৬জন প্রশিক্ষক কর্মশালায় অংশ নিচ্ছেন। তিন ভাগে বিভক্ত হয়ে কর্মশালায় টাঙ্গাইলের ৯০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ওই কর্মশালা চলবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno