আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১২:১৫

টাঙ্গাইলে জুয়ার আসর থেকে ৮ ব্যক্তি গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর চকপাড়া গ্রামে রোববার(১৮ জুলাই) সকালে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার নরসিংহপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে আব্দুল আলিম(৩০), মধুপুর উপজেলার চাপড়ি গ্রামের হাসেন আলীর ছেলে

হুমায়ুন(৩৫), কালিহাতী উপজেলার কামান্না গ্রামের মো. সবদুল মিয়ার ছেলে আ. মালেক(২৯), একই উপজেলার রামপুর গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে মো. নাছির

উদ্দিন(২৮), মৃত মধু মিয়ার ছেলে মো. কুরান আলী(৬০), মৃত আব্দুল মান্নানের ছেলে মো. রমজান আলী(৪৫), মো. বোরহান উদ্দিনের ছেলে মো. বাবু আহম্মেদ(২৮) এবং মো. শামছুল আলমের ছেলে মো. এরশাদ আলী(২৮)।

র‌্যাব-১২ জানায়, কালিহাতী উপজেলার রামপুর চকপাড়া গ্রামের জনৈক মো. শামীম মিয়ার পরিত্যক্ত একটি দো-চালা টিনের ঘরে নিয়মিত জুয়ার আসর বসানো হচ্ছে বলে তারা গোপনে খবর পান।

খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র‌্যাব রোববার সকাল পৌনে ৮টার দিকে জুয়ার আসরে অভিযান চালায়।

এ সময় জুয়ার আসর থেকে উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার ও নগদ তিন হাজার ৯২০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

পরে কালিহাতী থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno