আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৩:৫১

টাঙ্গাইলে জেলা পুলিশের মুজিববর্ষ উদযাপন শুরু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে পুলিশ প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষ ২০২০’-এর প্রথমদিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার(১ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় আলোচনা সভার বক্তব্যে বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’- এ স্লোগানে আমরা নতুন বর্ষ শুরু করছি। সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা। মুজিব বর্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে(বুধবার) আমরা মুজিব বর্ষ শুরু করলাম এবং সবাইকে শুভেচ্ছা বিনিময় করছি। আমরা অঙ্গিকার করছি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলব। এ জন্য প্রধানমন্ত্রী আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনায় সকলের সহযোগিতা কামনা করছি।

কর্মসূচিতে অংশ নেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, জেলা পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান, টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন প্রমুখ। এ সময় টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno