আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:০৬

টাঙ্গাইলে তামাকজাত নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে ওরিয়েণ্টেশন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে জনস্বাস্থ্য সুরক্ষায় বুধবার(২০ অক্টোবর) দুপুরে ডেভেলপমেণ্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পুয়র(ডরপ) স্থানীয় অর্ধশতাধিক তরুণ নিয়ে ‘তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে যুব সমাজের সম্পৃক্ততা’ বিষয়ক ওরিয়েণ্টেশনের আয়োজন করে।


টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধনে আয়োজিত ওই ওরিয়েণ্টেশনে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন।


টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শামিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ওরিয়েণ্টেশনে বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক ইনামুল হক,

সিভিল সার্জন কার্যালয়ের স্যানেটারী ইন্সপেক্টর মো. আমানউল্লাহ তালুকদার, ডরপ’র মিডিয়া অ্যান্ড অ্যাডভোকসি অফিসার মো. আরিফ বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার মো. নুরুল ইসলাম।

এ সময় ডরপ টাঙ্গাইল শাখার ফেসিলিটিটর মো. গুলজার হোসেন সহ ডরপ’র অন্যান্য কার্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno