আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১:৩২

টাঙ্গাইলে দুই দফা দাবিতে ইণ্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে দুই দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার(২৭ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ইণ্টার্ন চিকিৎসক পরিষদের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার সাকিবুল আলম বলেন, ইণ্টার্ন চিকিৎসকরা মাসিক ভাতা ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় উন্নীতকরণ এবং চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলেও এ কর্মসূচি পালন করছে।

পরে তারা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি ডা. অরূপ কুমার পাল ও সাধারণ সম্পাদক ডা. সাকিবুল আলম সহ ইণ্টার্ন চিকিৎসক পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।


প্রসঙ্গত, সারাদেশের ৩০টি মেডিকেল কলেজ হাসপাতালের ইণ্টার্ন চিকিৎসকরা দুই দফা দাবিতে গত ২৩ মার্চ থেকে কর্মবিরতি পালন করছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno