আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৮:৫১

টাঙ্গাইলে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে যমুনা, নিউ ধলেশ্বরী, পুংলী, ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের ঘর-বাড়ি, ফসলী জমি, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। পানি বন্দি হয়ে পড়ছে মানুষ।


টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েণ্টে ৩০ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩২ সেণ্টিমিটার উপর দিয়ে, পুংলী নদীর পানি জোকারচর পয়েণ্টে ১৭ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৯ সেণ্টিমিটার উপর দিয়ে এবং ঝিনাই নদীর পানি ১৭ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৯ সেণ্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েণ্টে ১৬ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৪ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


স্থানীয়রা জানায়, গত দুই দিন ধরে বাসাইল উপজেলার আন্ধিরাপাড়া-বালিনা সড়কের বালিনা উত্তরপাড়া এলাকার সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পরে অতিরিক্ত ¯্রােতের কারণে বালিনা উত্তরপাড়া এলাকায় সড়কটি ভেঙে যায়।

এছাড়া রোববার(১৯ জুন) বিকালে আন্ধিরাপাড়ায় আরও তিনটি স্থানে ওই সড়ক ভেঙে যায়। দুই দিনে প্রবল বেগে পানি প্রবেশ করায় বাসাইলের বালিনা, আন্ধিরাপাড়া, আদাজান, কাঞ্চনপুর ও কোদালিয়াপাড়াসহ নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

ওই সড়ক দিয়ে যাতায়াতও বন্ধ রয়েছে। ফলে কয়েকটি গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিকল্প হিসেবে ওই এলাকার মানুষ নৌকা দিয়ে পারাপার করছে।


টাঙ্গাইলে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) বাঁধ ও বাসাইল উপজেলার আন্ধিরাপাড়া-বালিনা সড়কে পৃথক চারস্থানে ভেঙে যায়।


কালিহাতী উপজেলার বাঁধ ভেঙে উপজেলার আনালিয়াবাড়ী, ভাওয়াল, নরদহি, ঘড়িয়া, ভাবলা, দেওলাবাড়ীসহ নিচু এলাকা প্লাবিত হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno