আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:২৯

টাঙ্গাইলে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের স্কুলে স্কুলে উৎসব মুখর পরিবেশে পাঠ্য পুস্তক উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার(১ জানুয়ারি) সকালে শহরের জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোশারফ হোসেন খান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর টাঙ্গাইল জেলায় ৪ লাখ ৪৫ হাজার ১৪০ জন প্রাথমিক শিক্ষার্থীর হাতে ২১ লাখ ১৮ হাজার ৬৯৯টি বই এবং প্রাক-প্রাথমিক ৭২ হাজার ৯৫৮ জন শিক্ষার্থীর হাতে ৭২ হাজার ৯৫৮টি বিনামূল্যের বই তুলে দেয়া হয়। এছাড়া ৪ লাখ ৪৮ হাজার ৮২১ জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৬০ লাখ ২৪ হাজার ৩০৯টি বই বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno