আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১১:৪২

টাঙ্গাইলে বিএনপির কালো পতাকা মিছিল

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সোমবার(৩০ডিসেম্বর) কালো পতাকা মিছিল এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছে।

টাঙ্গাইল শহরের ব্যাপারী পাড়া থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি ব্যাপারী পাড়া এতিম খানার সামনে পৌঁছলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। পরে সেখানেই জেলা বিএনপির নেতাকর্মীরা পথসভা করে।

বিক্ষোভ সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, প্রচার সম্পাদক একিউ মনিরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, গণতন্ত্র হত্যা দিবসে আমাদের মিছিলে বাধা দিয়ে আওয়ামী লীগকে প্রটেকশন দিয়ে শহরে মিছিল করাচ্ছেন এটা কোন্ ধরণের গণতন্ত্র? যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা গণতন্ত্রের পতন করেছে তাদের বিচার একদিন হবেই। বেগম খালেদা জিয়া চরম অবিচার ও প্রতিহিংসার শিকার। অবিলম্বে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno