আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:৩৩

টাঙ্গাইলে বেইলী ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে অতিরিক্ত ওজনের কাঠ বোঝাই একটি ট্রাকের চাপে বেইলী ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে আঞ্চলিক মহাসড়কে নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়া নামকস্থানে বেইলী ব্রিজের পাটাতন ভেঙে একটি ট্রাক আটকে যায়।

এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভাদ্রা ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাগরপুর থেকে গাছ বোঝাই একটি ট্রাক শুক্রবার ভোরে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টেংরীপাড়া বেইলী ব্রিজে ট্রাকটি উঠার পর পাটাতন ভেঙে পড়ায় ট্রাকটি আটকে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেইলী ব্রিজটির ধারণ ক্ষমতা ৮ টন থাকলেও প্রতিদিন ওই ব্রীজ দিয়ে ১৫ থেকে ২০ টন ওজনের ভারী যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রায় দুই সপ্তাহ আগেও ওই ব্রিজটির একাংশের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়। ব্রিজটির বিষয়ে স্থায়ী সমাধানে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ(সওজ) বিভাগের সহকারী প্রকৌশলী এসএম আলামিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে কর্মী পাঠিয়ে দিয়েছেন। দ্রুতই ট্রাকটি সরিয়ে ব্রিজের পাটাতন সংস্কারের মাধ্যমে সাময়িকভাবে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno