আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১০:০৪

টাঙ্গাইলে রোগীদের মাঝে ৮০ লাখ টাকার চেক বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা শিশু পরিবার(বালিকা) এ ওই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিন মিয়া।

অনুষ্ঠানে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১৫৯ জনকে ৫০ হাজার টাকা করে এবং অসহায় ও দুঃস্থ ২২ জনকে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।


প্রকাশ, ওই অনুষ্ঠানে ১৮১ জনকে মোট ৮০ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno