আজ- ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  দুপুর ১:৩২

টাঙ্গাইলে ১২ হাজার ৬৭২ আনসার মোতায়েন

 

দৃষ্টি নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় টাঙ্গাইল জেলায় এক হাজার ৫৬টি ভোট কেন্দ্রে ১২ হাজার ৬৭২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার ব্যাটালিয়ন সদস্য জেলার ১২ টি উপজেলায় ১ সেকশন করে মোতায়েন রয়েছে।


টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল জানান, আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার আটটি সংসদীয় আসনের এক হাজার ৫৬টি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় ১২হাজার ৬৭২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

এরমধ্যে ৬ হাজার ৩৩৬জন পুরুষ ও চার হাজার ২২৪জন মহিলা রয়েছে। প্রতি ভোট কেন্দ্রে ১২ জন আনসার ও ভিডিপি সদস্য থাকবে। তাদের মধ্যে একজন পিসি (অস্ত্রসহ), একজন এপিসি (অস্ত্রসহ), ৬ জন পুরুষ ও চারজন মহিলা আনসার ও ভিডিপি সদস্য।

এছাড়া প্রতি উপজেলায় এক সেকশন করে আনসার ব্যাটালিয়ন সদস্য মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ১ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে রিজার্ভ রাখা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno