আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৮:১২

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪৪.১৬ শতাংশ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৭টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন জেলায় করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ১৬ শতাংশ। তবে এ সময়ে করোনাক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।

মঙ্গলবার(২৯ জুন) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনা শনাক্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭৯ জন, ঘাটাইলে ২৬ জন, কালিহাতীতে ১৮ জন, গোপালপুরে ১৬ জন, দেলদুয়ার ও ভূঞাপুরে ১৪ জন করে, মধুপুরে আট জন, মির্জাপুর ও ধনবাড়ীতে ছয় জন করে, সখীপুর ও নাগরপুরে তিন জন করে রয়েছে।

জেলা স্বাস্থ বিভাগ সূত্রে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত টাঙ্গাইলে ১০৮ জন মৃত্যুবরণ করেছে।

তাদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৪২ জন, কালিহাতীতে ১২, ঘাটাইলে ১২, মির্জাপুরে ১০, নাগরপুরে দুই জন, দেলদুয়ারে নয় জন, সখীপুরে চার জন, বাসাইলে পাঁচ জন, মধুপুরে তিন জন, ভূঞাপুরে তিন জন, গোপালপুরে তিন জন এবং ধনবাড়ী উপজেলায় তিন জন রয়েছে।

টাঙ্গাইল জেলায় এ পর্যন্ত সাত হাজার ৩৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় তিন হাজার ২১৯জন, নাগরপুরে ১৫৮ জন, দেলদুয়ারে ৩৩২ জন,

সখীপুরে ৩৩৪ জন, মির্জাপুর ৭৯১ জন, বাসাইলে ১৯১ জন, কালিহাতীতে ৭৫৮ জন, ঘাটাইলে ৪৫২ জন, মধুপুরে ৩৬০ জন, ভূঞাপুরে ৩১৭ জন, গোপালপুরে ২৪৪ জন এবং ধনবাড়ীতে ২৩১ জন।

অপরদিকে, টাঙ্গাইলে করোনা শনাক্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৬৩৬ জন। তাদের মধ্যে সদর উপজেলায় এক হাজার ৬৫৭ জন, নাগরপুরে ১৩৫ জন, দেলদুয়ারে ১৭০ জন, সখীপুরে ২৭২ জন, মির্জাপুরে ৭০৯ জন, বাসাইলে ১১৭ জন, কালিহাতীতে ৩৬৯ জন, ঘাটাইলে ৩৪০ জন, মধুপুরে ২৭৬ জন, ভূঞাপুরে ২২৮ জন, গোপালপুরে ১৮৩ জন এবং ধনবাড়ীতে ১৮০ জন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno