আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:৪৫

টাঙ্গাইল জেলা পরিষদের বেসরকারি নির্বাচনী ফলাফল প্রকাশিত

 

দৃষ্টি নিউজ:

district-parisad-election20161120143206
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন ও সাধারণ সদস্য পদে ভোট গ্রহন শেষে বুধবার(২৮ ডিসেম্বর) বিকালে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
জেলা পরিষদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে সংরক্ষিত নারী আসনে ১নং ওয়ার্ডে টেবিলঘড়ি প্রতীকে ১৪৫ ভোট পেয়ে নাছিমা আক্তার, ২ নং ওয়ার্ডে দোয়াত কলম প্রতীকে ২১৮ ভোট পেয়ে মোছা. ছাইদা ইয়াসমিন, ৩ নং ওয়ার্ডে হরিণ প্রতীকে ২০৩ ভোট পেয়ে রুমা খান, ৪ নং ওয়ার্ডে টেবিল ঘড়ি প্রতীকে ১৭২ ভোট পেয়ে রাজিয়া হোসেন এবং ৫ নং ওয়ার্ডে হরিণ প্রতীকে ১৯৬ ভোট পেয়ে মোছা. মাহমুদা খাতুন নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে ২৮ ভোট পেয়ে আহমদ সুমন মজিদ, ২ নং ওয়ার্ডে তালা প্রতীকে ৬৮ ভোট পেয়ে মো. আমিরুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৫২ ভোট পেয়ে খন্দকার হামীম কায়েছ(বিপ্লব), ৪ নং ওয়ার্ডে তালা প্রতীকে ৪৫ ভোট পেয়ে শেখ কামাল হোসেন, ৫ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে ৫৫ ভোট পেয়ে মো. মোস্তফা হোসেন চৌধুরী, ৬ নং ওয়ার্ডে তালা প্রতীকে ৫৯ ভোট পেয়ে সাইদুর রহমান, ৭ নং ওয়ার্ডে হাতি প্রতীকে ৬৭ ভোট পেয়ে খন্দকার কামরুল হাসান, ৮ নং ওয়ার্ডে তালা প্রতীকে ৭৫ ভোট পেয়ে মোহাম্মদ গোলাম কিবরিয়া, ৯ নং ওয়ার্ডে তালা প্রতীকে ৯২ ভোট পেয়ে মো. লিয়াকত আলী, ১০ নং ওয়ার্ডে তালা প্রতীকে ৬৮ ভোট পেয়ে মো. হামিদ মিয়া ভোলা, ১১ নং ওয়ার্ডে তালা প্রতীকে ৬৭ ভোট পেয়ে মো. শাহান শাহ সিদ্দিকী মিন্টু, ১২ নং ওয়ার্ডে হাতি প্রতীকে ৩৫ ভোট পেয়ে মো. সুলতান মাহমুদ এবং ১৫ নং ওয়ার্ডে হাতি প্রতীকে ৫৯ ভোট পেয়ে মো. আব্দুল কাদের তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এরআগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহনকালে জেলার কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno