আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:২৬

নামের আগে ডাক্তার লেখার দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নামের আগে ডাক্তার লেখা ও বিএইচএমএস উচ্চ শিক্ষার সুযোগ এবং হোমিও চিকিৎসা শিক্ষা আইন-২০২১ জাতীয় সংসদে পাস করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার(২২ জুন) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধন কর্মসূচিতে হোমিওপ্যাথি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের ডাক্তার, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে।


মানববন্ধন কর্মসূচিতে টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ঢাকা বিভাগের হোমিওপ্যাথি বোর্ড সদস্য সহযোগী অধ্যাপক ডা. কায়েম উদ্দিন, ঢাকা বিভাগের সাবেক বোর্ড সদস্য ডা. মো. তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক ডা. মো. শাহাদৎ হোসেন বাবলু, ডা. নজরুল ইসলাম, ডা. সৈয়দা ফাহমিনা, ডা. তাসলিমা খন্দকার প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, জনগণের স্বাস্থ্য সেবায় পথ প্রদর্শক হোমিওপ্যাথি চিকিৎসদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহারের অধিকার দিতে হবে। প্রস্তাবিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড প্রণীত ‘হোমিও চিকিৎসা শিক্ষা আইন-২০২১’ অবিলম্বে জাতীয় সংসদে দ্রুত পাসের মাধ্যমে আইনে পরিণত করতে হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno