আজ- ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৫:২০

নারীদের সম্মান জানিয়ে অতিথির আসন ছেড়ে দর্শক সারিতে লতিফ সিদ্দিকী

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় নারীদের প্রতি সম্মান দেখিয়ে প্রধান অতিথির আসন ছেড়ে দর্শক সারিতে গিয়ে বসেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শুক্রবার(৮ মার্চ) কালিহাতী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ওই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পি দে প্রমুখ।


উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এমপি বলেন, দেশকে এগিয়ে নিতে চাইলে নারীদেরকে প্রথমে এগিয়ে নিতে হবে। তাদের জন্য বিনিয়োগের ব্যবস্থা করতে হবে।


এরআগে ‘নারীদের সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনোয়োগ’ প্রতিপাদ্যে কালিহাতী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। পরে আইজিএ প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno