আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১১:৪৫

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চরমপন্থী পরিচয়ে প্রাণনাশের হুমকি

 

দৃষ্টি নিউজ:

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী

টাঙ্গাইলের বাসাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী এবং তার পরিবারকে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির(সর্বহারা) পরিচয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনি সোমবার (৫ অক্টোবর) বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

জিডি সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) বিকালে সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহীকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে সর্বহারা পার্টির প্রধান মহিউদ্দিন পরিচয় দিয়ে ০১৮২৬৭৫০৮৬৬ মোবাইল নম্বর থেকে ফোন করা হয়।

বলা হয়- ‘আমি জনযুদ্ধ এম- এর প্রধান সিকদার মহিউদ্দিন বলছি। আমি এতদিন বাংলাদেশের বাইরে ছিলাম। চাঞ্চল্যকর পুলিশ মার্ডার মামলার মুখ্য আসামি আমি। বেশ কিছুদিন থেকে বাংলাদেশে এসেছি।

দলের হেড কমান্ডের নির্দেশে দেশে ফেরার পথে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গেও গুলাগুলি হয়। সে সময় আমাদের কয়েকজন কর্মী নিহত এবং কিছু আহত হয়। আহতদের চিকিৎসার জন্য আমাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে।’

সহকারী কমিশনার(ভূমি) মো. ফজলে এলাহী টাকা দিতে অসম্মতি জানালে মহিউদ্দিন বলেন- ‘এই এসিল্যান্ড, আপনি পুলিশকে জানান, ওরা যদি পারে আপনাকে সেভ করবে, তাহলে করুক। আর আামার নেতাকর্মীরা যদি পারে তোকে চ্যালেঞ্জ করে টাকা ওঠাবে।

এই টাকার জন্য তুই তোর পরিবারকে হারাবি, আমি সেটা চাই না। আমি বলছি টাকা তোকে দিতেই হবে। টাকা না দিলে আমার পোলাপান তোর পরিবারকে নির্বংশ করতে বাধ্য হবে’।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, ‘এই ঘটনায় থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত পূর্বক এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী জানান, ‘সর্বহারা পার্টির প্রধান সিকদার মহিউদ্দিন আমার ব্যক্তিগত মোবাইলে কল করে অনির্দিষ্ট পরিমাণের টাকা দাবি করেন।

টাকা দিতে অসম্মতি জানালে তিনি আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। পরে এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমি এখন আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না জানান, ‘এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি(জিডি) করা হয়েছে। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে’।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno