আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৭:৫৭

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের তিন বারের সাবেক সাংসদ, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, প্রবীণ আওয়ামীলীগ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব খন্দকার আসাদুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার(২৬ এপ্রিল) সকালে গোপালপুর উপজেলার নারুচি গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এরআগে শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৪-১০টার দিকে গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল(সিআইপি), মেয়ে অপরাজিতা হক(এমপি) সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, খন্দকার আসাদুজ্জামান ১৯৩৫ সালের ২২ অক্টোবর টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নারুচি গ্রামে বনেদী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno