আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ২:৫৬

বঙ্গবন্ধুসেতুতে চারদিনে প্রায় সাড়ে ১০ কোটি টাকা টোল আদায়

 

দৃষ্টি নিউজ:

দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও বঙ্গবন্ধুসেতু দিয়ে গত চারদিনে এক লাখ ৭৮ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে।

ওই সময়ে সেতুতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা। এটা এ যাবৎকালে বঙ্গবন্ধুসেতুতে টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ড।

বৃহস্পতিবার(১৩ মে) দুপুরে বঙ্গবন্ধুসেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধুসেতু কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাসের মধ্যেও এ সেতু দিয়ে স্বাভাবিকের তুলনায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে।

সেতুর উপর দিয়ে চলাচলকারী ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা টোল আদায়ে আগের রেকর্ডকে ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে।

সূত্রমতে, গত ১০ মে এ সেতু দিয়ে ৩১ হাজার ৮৯৯টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার এবং দুই কোটি ২০ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা টোল আদায় হয়েছে।

১১ মে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৬২৫টি এবং টোল আদায় হয়েছে দুই কোটি ৫৬ লাখ টাকা।

১২ মে এ সেতু দিয়ে ৫১ হাজার ৯৪২টি যানবাহন পারাপার এবং টোল আদায় হয়েছে দুই কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৫২ হাজার ৭৫৩টি এবং দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা টোল আদায় হয়েছে।

এ হিসাব আগের দিন সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ধরা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno