আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:৩২

বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের মঙ্গলবার (৩১ মে) দুপুরে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. হাসমত আলীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি ঘাটাইল উপজেলার রামদেবপুর হেংগারচালা গ্রামের ছামেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, হাসমত আলী ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ৯টার দিকে তার বাবা ছামেদ আলীর কাছে নেশা করার জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে হাসমত তার বাবাকে মারধর শুরু করে।

এক পর্যায়ে বাড়িতে থাকা কোদাল দিয়ে ছামেদ আলীর গলা, মাথা ও ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ছামেদ আলীর মৃত্যু হয়। এরপরই মা হাসনা বেগমকে কুপাতে গেলে এলাকার লোকজন এসে হাসমতকে আটক করে। রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন হাসমতের মা বাদী হয়ে ছেলে হাসমতকে একমাত্র আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।


পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। গ্রেপ্তার হওয়ার পর থেকে হাসমত আলী জেল হাজতে ছিলেন। মঙ্গলবার তাকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাকে ফের কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno