আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:০০

বিএনপি আবার অরাজকতা- অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে :: কৃষিমন্ত্রী

 

দৃষ্টি নিউজ:

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি সবসময়ই বাঁকা পথে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে।

অন্যদিকে আওয়ামীলীগ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনও বাঁকা পথে জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় আসেনি। আওয়ামীলীগ কখনোই পর্দার অন্তরালে লালকুঠি-নীলকুঠির ষড়যন্ত্র করে, ঐ দক্ষিণবাড়ি-উত্তরবাড়ির ষড়যন্ত্র করে কোনদিন ক্ষমতা দখলের চেষ্টা করেনি। আগামী দিনে বাংলাদেশে ষড়যন্ত্র করে কাউকে নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।

কিন্তু বিএনপি ২০১৪ সালের মতো দেশে আবার অরাজকতা করার চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চাচ্ছে। তারা মনে করছে- অস্থিতিশীলতা সৃষ্টি করে, বোমাবাজি করে, রেল লাইন উপরে ফেলে, গাড়িতে আগুন দিয়ে দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে ব্যাহত করে আবারও ক্ষমতায় আসবে।

আমি মনে করি- এ দেশের জনগণ কোনভাবেই তাদের এ অপচেষ্টা মেনে নেবে না। বিএনপি নির্বাচন কমিশন চায়না- নির্বাচনও চায়না। বাংলাদেশে ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতে হবে।

শনিবার(৫ মার্চ) সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদানের আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনে হাওয়া দিতে পারছে না, তাদের পায়ের নিচে মাটি নেই। ২০১৫ সাল থেকে তারা একদিনও হরতাল দিতে পারেনি। বাংলাদেশে আর কোনদিন হরতাল হবে না।

আন্দোলনের নামে গাড়িতে আগুন দিলে তাদেরকে চরম মূল্য দিতে হবে। ন্যায়ের পথে, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে তাদেরকে আন্দোলন করতে হবে। শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করলে বর্তমান নির্বাচিত সরকার জনগণের জান-মাল রক্ষায় কঠোর ভূমিকা পালন করবে।


কৃষিবিজ্ঞানী ডক্টর রাজ্জাক আরও বলেন, বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসতে হবে। জনগণের সমর্থনে- জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। জনগণ তাদেরকে নির্বাচিত করলে আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে তাদেরকে স্বাগত জানাব।


বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, জনগণ- সুশীল সমাজ ও আন্তর্জাতিক বিশ্বের চাপ এবং বিএনপি যখন বুঝতে পারবে তাদের পায়ের নিচে মাটি নেই- তখন তারা অবশ্যই নির্বাচনে আসবে।


দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে, সরু চালের দাম এখনও কিছুটা বেশি। আর ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে। ভোজ্য তেল আমাদের আমদানি করে চাহিদা মেটাতে হয়।

এ অবস্থায় তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না। তবে সরকার কঠোরভাবে বাজার মনিটর করছে। পর্যাপ্ত পরিমাণ ভোজ্য তেল আনার চেষ্টা করছে।

কিন্তু তারপরও আমাদের মনে রাখতে হবে গত দুই বছরের করোনাকালে উন্নত বিশ্বের কৃষকরা আবাদ করেনি, মাঠে নামেনি, শ্রমিকরা খনিতে নামেনি।

তারমধ্যে আবার ইউক্রেন- রাশিয়া যুদ্ধের প্রভাব রয়েছে। এসবের প্রভাব বাংলাদেশেও পড়ছে। পরে মন্ত্রী দেলদুয়ার উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করেন।

সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।


উপজেলা আ’লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান (ছোট মনির) এমপি প্রমুখ ।


সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে ফজলুল হক এবং সাধারণ সম্পাদক পদে এম শিবলী সাদিকের নাম ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno