আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:৫৪

বিড়ি চাওয়ার বিতর্কে ধান কাটা শ্রমিকের কাচির কোপে হাত বিচ্ছিন্ন

 

দৃষ্টি নিউজ:

প্রতীকী ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে দুই শ্রমিকের ধারালো কাচির কোপে ডান সেলিম নামে অপর এক শ্রমিকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে । বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে দেলদুয়ারের ডুবাইল ইউনিয়নের বর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।


জানা যায়, বর্ণি গ্রামের শফিকুল ইসলাম নামে এক কৃষক তার জমির ধান কাটতে বিভিন্ন অঞ্চলের ৯ জন শ্রমিক নিয়োগ করেন। বৃহস্পতিবার সকালে তারা জমিতে ধান কাটতে যান।

ধান কাটা অবস্থায় অন্য জমিতে কাজ করতে আসা বর্ণি গ্রামের মতিয়ার রহমানের ছেলে সেলিম নামে এক শ্রমিক শফিকুলের নিয়োগকৃত শ্রমিকদের কাছে বিড়ি চায়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে শ্রমিক মাসুদ রানা ও আব্দুল লতিফ ধান কাটা কাচি দিয়ে সেলিমের ডান হাত বিচ্ছিন্ন করে ফেলে।


খবরটি বর্ণি গ্রামে পৌঁছলে গ্রামের লোকজন শ্রমিকদের ঘেরাও করে মারধর শুরু করে। এ অবস্থা দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬ শ্রমিককে আটক করে। এ সময় জনরোষে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ৬ শ্রমিককে আটক করলেও বাকি তিন শ্রমিক পালিয়ে যায়।


আটক শ্রমিকরা হচ্ছেন- সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার আব্দুল আজিজ মিয়ার ছেলে মাসুদ রানা(৩৭), একই উপজেলার আব্দুল আওয়াল মিয়ার ছেলে নূর আলম (২২), একই জেলার বেলকুচি উপজেলার মো. মজিদ সরকারের ছেলে আব্দুল লতিফ(৩০), একই এলাকার মো. ময়নাল মিয়ার ছেলে মো. সাহাব উদ্দিন (২৭), টাঙ্গাইল সদর থানার ভবানিপুর গ্রামের মো. আছান মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম(৩০), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা নবাবগঞ্জ গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে নুরুজ্জামান(২৫)।


দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, বিড়ি চাওয়া নিয়ে তর্কবিতর্কে বর্ণি গ্রামের সেলিম নামে এক শ্রমিকের ওপর বিভিন্ন অঞ্চল থেকে কাজ করতে আসা শ্রমিকরা হামলা চালায়।


তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৬ শ্রমিককে আটক করা হয় বাকি তিন শ্রমিক পালিয়ে যায়। এ ঘটনায় সেলিম নামে ওই শ্রমিকের ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ভিকটিমের বড় ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno