আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:৪৬

ভাদাইমা খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভাদাইমা খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই। রোববার (২২ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দাইন্যা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


হাজারো দর্শক-শ্রোতার প্রিয় ব্যক্তিত্ব আহসান আলী টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাবর আলীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।


আহসান আলীর শ্যালক জজ আলী জানান, আহসান আলী দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এছাড়া তার লিভারেও পানি জমেছিল। রোববার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে টাঙ্গাইল শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।


ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন তার পারিবারিক সূত্রের বরাতে জানান, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।


প্রকাশ, আহসান আলী এক সময় কৃষি কাজ করে সংসার চালাতো। প্রায় দুই যুগ আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। দুই দশক(২০ বছর) আগে ক্যাসেটে কৌতুকের মাধ্যমে তিনি ‘ভাদাইমা’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno