আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:৪২

ভাসানী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিচ্ছে ৬টি বাস

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে ৬টি বাস বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার(১২ জুলাই) লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে নিজ নিজ জেলায় পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রথম ধাপে ৬টি বাস বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়।

জানা যায়, সেমিস্টার পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষে ১২ ও ১৩ জুলাই দুই ধাপে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম ধাপে সোমবার সকালে টাঙ্গাইল থেকে ঢাকা, ফেনি, মৌলভিবাজার, কিশোরগঞ্জ ও শেরপুরের উদ্দেশে ৬টি বাস ছেড়ে যায়।

মঙ্গলবার(১৩ জুলাই) দ্বিতীয় ধাপে ক্যাম্পাস থেকে টাঙ্গাইল থেকে রংপুর, চাপাইনবাবগঞ্জ ও অন্যান্য জেলায় আরও ২-৩টি বাস ছেড়ে যাবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno