আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৯:২১

ভাসানী বিশ্ববিদ্যালয় ও গ্রামীণ ফোনের সমঝোতা চুক্তি সাক্ষর

 

দৃষ্টি নিউজ:

করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের সুবিধার্থে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও গ্রামীণ ফোন লিমিটেডের মাঝে সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।

সোমবার(৩০ নখেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন ও গ্রামীণ ফোন লিমিটেডের পক্ষে হেড অব ইমারজিং ইঞ্জিনিয়ারিং এম সোহান আজাদ সমঝোতা চুক্তিতে সাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী গ্রামীণ ফোন লিমিটেড ২৫০ টাকায় ১৫ জিবি ইন্টারনেট ও ৫০ টি এসএমএস এবং ৪৫০ টাকায় ৩০ জিবি ইন্টারনেট ও ১০০ টি এসএমএস সুবিধা প্রদান করবে।

এ সময় বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. মো.

সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, গ্রামীণ ফোন লিমিটেডের জোনাল ম্যানেজার মো. রাকিব ফয়সাল খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno