আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৬:৪৩

ভূঞাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে র‌্যালি ও আলোচনা

 

দৃষ্টি নিউজ:

SAMSUNG CAMERA PICTURES

‘নিরাপদ প্রানিজ আমিশের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ প্রতিপাদ্য নিয়ে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে শনিবার(২৫ ফেব্রুয়ারি) দুপুরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর আয়োজিত র‌্যালিটি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, পৌরসভার প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, পৌর কাউন্সিলার মো. জাহিদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. এনায়েত করিম। খামারিদের পক্ষে বক্তব্য রাখেন মো. আলমগীর হোসেন ও মোছা. বিলকিস খাতুন। অনষ্ঠানুটি পরিচালনা করেন একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারি মো. সাজেদুল ইসলাম।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno