আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:৪৮

ভূঞাপুরে বন্যায় দশ লাখ মুরগি ক্ষতিগ্রস্ত!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়নে লেয়ার মুরগির ফার্ম পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় দশ লাখ মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর। এছাড়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কয় রয়েছে ৪৫হাজার গর, ২০হাজার ছাগল এবং ৪হাজার ভেড়া।
জানা যায়, সরিষাবাড়ীর অাওনা ইউনিয়নের স্থল এলাকায় জোকারচর-তারাকান্দি বাঁধ ভেঙে যাওয়ায় ভূঞাপুরের নিম্নাঞ্চলের গ্রাম গুলোতে পানি প্রবেশ করে। ফলে উপজেলার কষ্টাপাড়া, গোবিন্দাসী, অলোয়া, খানুরবাড়ী, কুঠিবয়ড়া, অর্জুনা, চিতুলিয়াপাড়া, রাউৎবাড়ী, নিকরাইল, স্থলকাশি, কোনাবাড়ী, সারপশিয়া, জিগাতলা, বলরামপুর, কুকাদাইর, চর বামনহাটা, আকালু, নিকলা, খড়ক, আগেতেরিল্যা, বাসালিয়া মাটিকাটা, চরকয়েড়া, সরাতৈল, কয়েড়া সহ শতাধিক গ্রামে লেয়ার ফার্ম ক্ষতিগ্রস্ত হয়।
লেয়ারফার্ম খামারীরা জানায়, বন্যার পানিতে ফার্মগুলো তলিয়ে গেছে। উপায়ান্তর না পেয়ে মুরগিগুলো কেউ উঁচু এলাকায়, কেউ অন্যের বাড়িতে, কেউ ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের পূর্ব পাশে, কেউ বা ফাঁকা জায়গা ভাড়া নিয়ে সাময়িক আশ্রয় গ্রহণ করেছে। খামারীরা আরো জানায়, বন্যার পানিতে লেয়ার মুরগির শরীরের ভিতরে পানিবাহিত রোগ প্রবেশ করলে ‘মরক’ দেখা দিবে। এজন্য তারা প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিনের সরবরাহ বাড়ানোর দাবি করেছে।
এবিষয়ে ভূঞাপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. গোলামুর রহমান জানান, এখনও পুরোপুরি পরিসংখ্যান তৈরি করা হয়নি। উপজেলার প্রায় ছয়টি ইউনিয়নের প্রায় দশ লাখ মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার পানি প্লাবিত বিভিন্ন গ্রামে গভাদিপশু সহ হাঁস মুরগিকে প্রয়োজনীয় পরামর্শ, টিকা ও ভ্যাকসিন প্রদান করছি। তিনি বলেন, বন্যার শুরু থেকেই ক’জন কর্মকর্তা গ্রামে গ্রামে ঘুরে চিকিৎসা প্রদান করছেন। লোকবল কম থাকায় চিকিৎসা প্রদানের জন্য সব এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না। তবে পর্যায়ক্রমে আমরা সবখানে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করব।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno