আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:৩৫

মির্জাপুরে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় দপ্তরির ৩ মাসের কারাদন্ড

 

দৃষ্টি নিউজ:

3-10
টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে স্কুল কক্ষে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টার অপরাধে বাবুল হোসেন নামে এক দপ্তরিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুম আহমেদ এই কারাদন্ডের আদেশ দেন।
জানাগেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পথহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী পাশের একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে আসে। ওই বিদ্যালয়ের দপ্তরি বাবুল হোসেন তাকে ফুসলিয়ে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে তালা দিয়ে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টা করে।
ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে বাবুল হোসেনকে আটক করে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাবুলকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজের বেগম ঘটনার সত্যতা নিশ্চিত্র করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno