আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:০৭

যমুনার পানি বিপৎসীমার ৪৭ সেণ্টিমিটার উপরে

 

দৃষ্টি নিউজ:

যমুনা নদীর টাঙ্গাইল অংশে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে অস্বাভাবিক হারে প্রতিদিনই পানি বাড়ছে। ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নদী তীরবর্তী এলাকার রাস্তাঘাট ভেঙে পানি ঢুকছে। এতে পানিবন্দি মানুষ দিশেহারা হয়ে পড়ছেন।


টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি ১৫ সেণ্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৭, ঝিনাই নদীর পানি ১৫ সেণ্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৪ এবং ধলেশ্বরী নদীর পানি ১৬ সেণ্টিমিটার বেড়ে বিপৎসীমার ১২ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


জেলার যমুনা অধ্যুষিত চরাঞ্চলে গবাদিপশু নিয়ে বানভাসিরা দুর্বিষহ দিন কাটাচ্ছে। বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানও বন্ধ হয়ে গেছে। পুুকুরের মাছ ভেসে যাচ্ছে, পাট, আউশ ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে যাচ্ছে।


জেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী রয়েছে বলে জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি জানিয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno