আজ- ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৯:৪৬

যমুনায় বালু উত্তোলনের দায়ে জরিমানা

 

দৃষ্টি নিউজ:

যমুনা নদীর টাঙ্গাইলের ভূঞাপুর অংশে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বাংলা ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিত নজরুল ইসলাম উপজেলার খানুরবাড়ী গ্রামের মো. রশিদের ছেলে। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ অভিযান চালানো হয়।

ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বালু ব্যবসায়ীর বাংলা ড্রেজার আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তাকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno