আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১০:৪৬

শহীদ জগলুর ৩০তম মৃত্যু বার্ষিকী কাল

 

দৃষ্টি নিউজ:

Dristy pic-19
টাঙ্গাইলে বর্ধিত বাস ভাড়া আন্দোলেনের নেতা শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩০তম মৃত্যু বার্ষিকী আগামীকাল বুধবার(৮ ফেব্রুয়ারি)। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরশাসক এরশাদের আমলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে তৎকালীন ছাত্রদল নেতা মির্জা আবু রায়হান জগলু নিহত হন। টাঙ্গাইল জেলা ছাত্রদল ও তাঁর পরিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে শোকর‌্যালি, স্মরণ সভা, শহীদ জগলুর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ইত্যাদি।
টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ মির্জা আবু রায়হান জগলুর ৩০তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভার আয়োজন করেছে জেলা ছাত্র দল। ওই স্মরণ সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে বিএনপি ও ছাত্রদল সহ সব অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno