আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১:৫১

১৩ জুলাই পর্যন্ত মহাসড়কে ট্রাক লরি ও কাভার্ডভ্যান বন্ধ

 

দৃষ্টি নিউজ:

আসন্ন ঈদুল আজহায় মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

একই সঙ্গে মহাসড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার(৬ জুলাই) বিকালে বিআরটিএ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এছাড়া, যাত্রীদের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ওই সাত দিন মোটরসাইকেলে রাইড-শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করা যাবে না। এক জেলার রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না।

তবে, যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে বা জেলা পুলিশের অনুমতি নিতে হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno